এবাউট

আমাদের সম্পর্কে

আমাদের পরিচয়​

Faith Publications একটি ইসলামী ও ব্যাংকিং বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো ইসলামী মূল্যবোধভিত্তিক জ্ঞানচর্চা ও ন্যায্য অর্থনৈতিক চিন্তার প্রসার ঘটানো।
আমরা বিশ্বাস করি— জ্ঞানই হলো পরিবর্তনের শক্তি, আর সেই জ্ঞানকে ইসলামি আদর্শ ও নৈতিকতার আলোকে উপস্থাপন করাই আমাদের মূল দায়িত্ব।

Faith Publications নিয়মিত প্রকাশ করে ইসলাম, শরিয়াহভিত্তিক ব্যাংকিং, অর্থনীতি, নৈতিকতা, সমাজবিজ্ঞান ও জীবনদর্শন বিষয়ক বই ও প্রবন্ধ।
আমাদের প্রকাশিত প্রতিটি বই জ্ঞানের গভীরতা, গবেষণার স্বচ্ছতা ও পাঠযোগ্যতার দিক থেকে আলাদা মান বজায় রাখে।

আমাদের মিশন (Mission)

আমাদের মিশন হলো ইসলামিক জ্ঞান ও আধুনিক অর্থনৈতিক শিক্ষার সমন্বয়ে এমন একটি পাঠক সমাজ গড়ে তোলা যারা চিন্তা, গবেষণা ও কর্মে ন্যায্যতা ও মানবিকতা চর্চা করে।

আমাদের ভিশন (Vision)

আমাদের লক্ষ্য হলো একটি বুদ্ধিবৃত্তিক ও নৈতিকভাবে দৃঢ় সমাজ গঠন, যেখানে শিক্ষা, গবেষণা ও অর্থনীতি ইসলামী নীতিমালার আলোয় পরিচালিত হবে। Faith Publications সেই সমাজ নির্মাণের জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়।

আমাদের প্রকাশনা (What We Publish)

Faith Publications মূলত নিম্নলিখিত বিষয়ে বই ও প্রবন্ধ প্রকাশ করে:

  • ইসলামিক চিন্তা, দর্শন ও শরিয়াহ
  • ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স
  • অর্থনীতি ও ব্যবসায় নৈতিকতা
  • গবেষণা ও সমসাময়িক ইস্যু
  • ইসলামী সমাজব্যবস্থা ও সংস্কৃতি

প্রতিটি প্রকাশনার মূল উদ্দেশ্য হলো পাঠককে চিন্তাশীল, জ্ঞাননির্ভর ও নৈতিক জীবনবোধে উদ্বুদ্ধ করা।

আমাদের সম্পাদকীয় নীতি (Editorial Policy)

Faith Publications নিরপেক্ষ, গবেষণাভিত্তিক ও মানসম্পন্ন প্রকাশনায় অঙ্গীকারবদ্ধ।
প্রতিটি বই বা প্রবন্ধ প্রকাশের আগে যথাযথ রিভিউ ও সম্পাদনার মাধ্যমে তা যাচাই করা হয়,
যাতে পাঠকের কাছে উপস্থাপিত হয় নির্ভুল, প্রমাণনির্ভর ও মূল্যবান জ্ঞান।

আমাদের টিম

আমাদের সম্পাদকীয় বোর্ডে রয়েছেন ইসলামিক স্টাডিজ, ব্যাংকিং, অর্থনীতি ও শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক, গবেষক ও লেখকগণ।
তাদের অভিজ্ঞতা ও নিষ্ঠাই Faith Publications-এর মান ধরে রাখার মূল শক্তি।

Shopping Cart
Scroll to Top