লেখকের প্রকাশিত বই সমূহ

লেখক সম্পর্কে

মুহাম্মাদ শামসুদ্দোহা

জন্ম : ১৯৬৮ সাল

মুহাম্মাদ শামসুদ্দোহা মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন দিঘীরপাড় ইসলামিয়া মাদরাসায় প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবদুর রহমান খান ওরফে মাওলানা নোয়াব আলী সাহেব (রহঃ)-এর নিকট প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ভারতের খ্যাতনামা দারুল উলূম দেওবন্দ থেকে ফারেগ হন।

পরবর্তীতে মাদরাসা-ই-আলীয়া, ঢাকা থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে যথাক্রমে হাদীস ও তাফসীর বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ১৯৯০ সালে বি.এস.এস. (অনার্স) এবং ১৯৯২ সালে এম.এস.এস. ডিগ্রি লাভ করেন। এছাড়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ইসলামী শিক্ষা বিষয়ে হায়ার ডিপ্লোমা (মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের সমমানের) ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শরী‘আহ কাউন্সিলের মুরাক্বিব পদে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।

তিনি মালয়েশিয়া, বাহরাইন ও সৌদি আরবে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ইসলামী শরী‘আহ ও ইসলামী ব্যাংকিং বিষয়ে তাঁর একাধিক গবেষণামূলক নিবন্ধ জাতীয় দৈনিক ও গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

তাঁর রচিত ও অনূদিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে—

  • পবিত্র কুরআনের আলোকে মানুষের করণীয় ও বর্জনীয়

  • ইসলামী ব্যাংকিং সম্পর্কে প্রচলিত ভুল ধারণা: ইসলামী শরী‘আহ আলোকে সঠিক বক্তব্য

  • ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি: শরী‘আহর নীতিমালা

  • বাই মুরাবাহা: করণীয় বনাম বাস্তবতা (অনুবাদ গ্রন্থ)

এছাড়াও তিনি আইআরএফ প্রকাশিত পবিত্র কুরআনের তরজমা, সংক্ষিপ্ত তাফসীর ও ইনসাইক্লোপিডিক ইনডেক্স সম্বলিত “মু‘জামুল কুরআন” গ্রন্থের সম্পাদনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Shopping Cart
Scroll to Top